ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

মেসিকে সবাই মিলে আটকাতে হবে: আইসল্যান্ড কোচ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৬ জুন ২০১৮ | আপডেট: ১৮:২০, ১৬ জুন ২০১৮

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে একা ছেড়ে দেওয়া যাবে না বলেছেন আইসল্যান্ড কোচ। তাকে দলগতভাবে আটকাতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। ফুটবলের এই জাদুকর মাঠে নামলে কী হতে পারে সেটা প্রতিপক্ষ সবারই জানা।    

গত এক দশকের বেশি সময় ধরে তাই মেসিকে আটকাতে বিপক্ষ খেলোয়াড়দের প্রাণান্ত চেষ্টা চোখে পড়ে। তারপরও একের পর এক গোল করে যান এলএমটেন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু হচ্ছে আর্জেন্টিনার।

এই ম্যাচে খুব স্বাভাবিকভাবেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা আইসল্যান্ডের মূল চিন্তায় আছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে ঠেকাতে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নয় বরং পুরো দলকে দায়িত্ব দিতে চান আইসল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন।

ম্যাচের একদিন আগে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, `আমার কোনো ম্যাজিক ফর্মুলা নেই। সবাই চেষ্টা করেছে কিন্তু সে সবসময় গোল করেছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা একটা দল হয়ে তাকে থামানোর চেষ্টা করব, কোনো খেলোয়াড়কে মেসিকে মার্ক করার দায়িত্ব দিলে ভুল হবে।`

`ডি` গ্রুপে আইসল্যান্ডের অপর দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।   

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি